রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নীলফামারীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদে নিয়োগে জেলায় শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার ২৯শে মার্চ শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাবেন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেনো এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তা নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছে।
কোনও অসাধু ব্যক্তি বা চক্র যেনো এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম বাণিজ্য করতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নীলফামারীর জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।
এ ধরনের কোনো অপতৎপরতা দৃষ্টিগোচর হলে জেলা পুলিশ, নীলফামারীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নীলফামারী জেলায় নিয়োগ সংক্রান্ত কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি। এছাড়া এ রকম তথ্য পেলে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, মোবাইল নম্বর-০১৩২০১৩৫৩০০ জানানোর অনুরোধ করা হয়েছে।