রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজ ২৮শে মার্চ ২০২২ইং রোজ সোমবার সন্ধা ৬ ঘটিকায় ১১নং পাঁচগাছি ইউনিয়ন কর্মীসভা ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উন নবী চৌধুরি পলাশ বলেন- এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে এক অরাজক পরিস্থিতিতে নিমজ্জিত করেছে মানুষের পেটে ভাত নেই নিত্যপন্য ঊর্ধ্বগতি। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সেদিকে তার কোনো মাথাব্যথা নেই ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ বাহিনী দিয়ে দমন পিড়ন করে মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন রতন এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু তাহের মিয়া সদস্য আবদুর রশিদ যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিছ যুগ্ন আহ্বায়ক নজরুল ছাত্র দলের আহ্বায়ক মিলু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।