রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার ২৮শে মার্চ সকাল ১১টায় জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ। এতে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো:রেজাউল করিম রঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পএিকার জেলা প্রতিনিধি আল আমিন, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু, আলোকিত বাংলাদেশ পএিকার জেলা প্রতিনিধি পারভেজ উজ্জল,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু হাসান, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন, দৈনিক আমাদের অর্থনীতি জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি নাঈম শাহ সহ আরো বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিগণ আমাদের সময় পএিকার সাফল্য ও মঙ্গল কামনাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেনআলোচনা শেষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।