রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বিশ্ব পানি দিবস-২০২২ইং উদযাপিত হয়েছে। সোমবার ৪ঠা এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধানসহ আরও অনেকে। এর আগে জেলা প্রশাসন ও নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী হয়।