রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নানা কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৭ই মে দিনটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালী, আলোচনা সভা, দোয়া-মাহফিল ও মিষ্টি বিতরণ কমসূচি পালন করা হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজু হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের ওয়াদুদ রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধণ বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকাল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।