রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, আন্তঃ জেলা চোর চক্র, ছিনতাইকারী, কালোবাজারী, অস্ত্রধারী অপরাধী’সহ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ মোঃ মাইন উদ্দিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার ২৭শে মে ২০২২ইং দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়।
এর আগে শুক্রবার ২৭শে মে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ মাইন উদ্দিন কুমিল্লার সদর দক্ষিণের ব্যাপারী বাড়ি এলাকার সোলেমান মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, মো. মাইন উদ্দিন প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহন করে আসছে। সে আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন যাবত ফেন্সিডিল পরিবহন করে, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।