রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোছাঃ জমিলা আক্তার মুন্নী ও মোছাঃ সুমা আক্তার ওরফে সুমি। গতকাল শনিবার ৪টা জুন ২০২২ইং বিকাল ৩ঃ৩৫ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম গণমাধ্যম কর্মীদের জানান- ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে হাতিরঝিল এলাকার গাবতলা গলির মুখে দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ হাজার পিস ইয়াবাসহ জমিলা ও সুমাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা। আজ রবিবার ৫ই মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।