");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-ncomze .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-ncomze .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-ncomze .gt_switcher .gt_current{display:none}.gt_container-ncomze .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-ncomze .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-ncomze .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-ncomze .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-ncomze .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-ncomze .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া(৫) ও বায়েজিদ হোসেন(৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১লা জুলাই বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আহসান মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়েজিদ হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান- বিকেলে আহসানকে সঙ্গে নিয়ে বায়েজিদ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে বায়েজিদ পুকুরের মাঝখানে ডুবে যায়। আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়েই পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন- বিকেলে বাড়ির সবার অজান্তে পুকুরে নামে শিশুরা। এতে তারা পানিতে ডুবে মারা যায়।
পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।