বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াড, বড় হিজলী আলীম মাদ্রাসায় ওর্য়াড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএনপির সমর্থকেরা অর্তকিত হামলা চালায়।
নবাবপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের কাউন্সিল চলাকালে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বিএনপি সমর্থক বড় হিজলী গ্রামের হাকিম মোল্লার ছেলে সোবাহান মোল্লা, ইলু মোল্লার ছেলে রিংকু মোল্লা, একিন মোল্লার ছেলে আতিয়ার মোল্লা,হবিবর মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা, মোহাম্মদ মোল্লার ছেলে সাইফুল মোল্লা ও ইদ্রিস মোল্লা হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করে। হামলায় দলীয় নেতাকর্মীরা আহত হয়।
এ হামলায় ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন আইয়ুবের ছেলে রায়হান গুরুত্বর আহত হয়।
এ ব্যাপারে মোশাররফ হোসেন আইয়ু্ব বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।