শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কামারপাড়া অলিম্পিয়া স্কুল মাঠের ভিতরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি সময় অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানার এসআই এস এম মেহেদী হাসান।
গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলা সেনবাগ থানার টাঙ্কিরহাট এলাকার বাহার মিয়ার ছেলে ১। ফেরদৌস আলম, গাজীপুর মহানগর টঙ্গী সাতাইশ এলাকার বাসির মিয়ার ছেলে ২। আনোয়ার হোসেন ওরফে টুটুল, গাজীপুর মহানগর টঙ্গী সাতাইশ এলাকার মৃত কামাল হোসেনের ছেলে ৩। আসামী মোহাম্মদ মিন্টু মিয়া, গাজীপুর মহানগর গাজীপুরা পশ্চিম পাড়া এলাকার মোঃ ইমরানের ছেলে ৪। মোঃ তন্ময় আহমেদ তনু, গাজীপুর মহানগর টঙ্গী খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে ৫। মোঃ সিয়াম। তাদের কাছে থেকে একটি সাড়ে ২২ ইঞ্চি ছোঁড়া,একটি ১২ ইঞ্চি চাকু , দুইটি সাড়ে ১৫ ইঞ্চি চাইনিজ কুড়াল ও একটি স্টিলের ২৩ ইঞ্চি পাইপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।