শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দুদক পরিচয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ শতাধিক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। বিকাশের মাধ্যমে টাকা নেয়ার পর সীমকার্ড ও অবস্থান পরিবর্তন করতো চক্রটি।
কিন্তু টানা ১৫ দিনের অভিযানে মাদারীপুরের রাজৈরে এই চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বেড়িয়ে আসে ভয়ংকর তথ্য। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। আটক আনিসুর রহমান বাবুল রাজৈর উপজেলার লুন্দী গ্রামের শামসুল হক মিয়ার ছেলে ও বাবুলের সহযোগি চাচাচো ভাই হাসিবুল মিয়া একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ সুপার মাসুদ আলম জানান- পড়াশুনা ৮ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া আনিসুর রহমান বাবুল ভাল গানও করেন। এর সাথে তার রয়েছে আরো একটি পরিচয়। ভুয়া দুদক কমিশনার সেজে ৬ মাসের বেশি সময় ধরে বিভিন্ন মানুষের সাথে করছেন প্রতারনা। বাবুলের টার্গেট থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ বড় বড় ব্যবসায়ী।
মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে এসব কর্মকর্তার কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায় করে মোটা অংকের টাকা। অভিযোগের ভিত্তিতে টানা ১৫দিনের অনুসন্ধানে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় মূলহোতা বাবুল ও তার সহযোগি চাচাতো ভাই হাবিবুল মিয়া। আটক দুইজন ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সারা দেশেই এই প্রতারণার লিপ্ত ছিলো।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে মোবাইল, একাধিক সীমকার্ড ও নগদ ১০৫০০ টাকা জব্দ করা হয়। এদিকে মামলা দায়ের শেষে আটককৃতদের পাঠানো হয় আদালতে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে জমা দেয়ার কথা জানানও তিনি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com