বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪টি ইলেকট্রনিক্স দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজারে এই অভিযান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান- প্রচন্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ও বাড়ছে।
এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে ক্রেতাদের এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, নিতু ইলেকট্রনিক্সকে ৫ হাজার, ঢাকা ইলেকট্রিককে ৮ হাজার ও জয় ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য দোকানীও সতর্ক করা হয়েছে।
বেশি দামে কোন পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বাবুল হোসেন ও মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।