শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি-জামায়াত সমর্থিত জোট এর অগ্নি সন্ত্রাস, জানমালের ক্ষয়ক্ষতি ও জনজীবনে নৈরাজ্য সৃষ্টি এবং রাস্তায় প্রতিবন্ধকতা সহ বিভিন্ন অরাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
রবিবার (৩০শে জুলাই-২৩ইং) বিকেলে সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এর নেতৃত্ব উপজেলা ও পৌর আওয়ামী লীগের অফিস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে সমাবেশ মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি অধ্যক্ষ এ.কে আজাদ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি মোকলেছুর রহমান সন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, এনামুল হক,দপ্তর সম্পাদক গোলম কিবরিয়া বাবলা, সাংস্কৃতিক সম্পাদক প্রাণজিৎ কুমার রায় পলাশ, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মৃনাল বিশ্বাস, আজম বাদশা সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।