মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ গ্রেফতার-২ শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন দুই দফা জানাজার শেষে অ্যাডভোকেট ফরিদের দাফন সম্পন্ন রংপুরে ডঃ আব্দুল্লাহ্ আল-মামুনকে গণসংবর্ধনা পুঠিয়ার বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই র‌্যাব-১১, সিপিসি-২’র অভিযানে গাঁজা’সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘুর জমি দখল ও ঘর নির্মাণ লক্ষ্মীপুরে দালাল ছাড়া হয় না পাসপোর্ট বাড়তি সুবিধায় উপ-পরিচালক টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশ ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউপি যুব সম্মেলন অনুষ্ঠিত পাবনা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বাচ্চু, সম্পাদক এহিয়া খান ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহীদ দিবস পালন তারাগঞ্জ ফুটবল একাডেমীর নব-গঠিত কমিটির পরিচিতি উপলক্ষে প্রীতিম্যাচ নড়াইলে ভাষা শহীদদের শ্রদ্ধায় জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

বীর নিবাস পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জলঢাকার অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের অনেকেরই বহু বছর ঝুপড়িঘরে অতিকষ্টে দিন কেটেছে।

জীবনের শেষ প্রান্তে এসেও কেউ কেউ ভেবেছিলেন, হয়তো এভাবেই জীবন কেটে যাবে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে পাল্টে গেছে মুক্তিযোদ্ধাদের ভাগ্য। সারা দেশের মতো নীলফামারীর জলঢাকাতেও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ১২টি বীর নিবাসের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এসব  ‘বীর নিবাস’ নির্মাণ করা হয়েছে।

উপজেলা ভিত্তিক বাস্তবায়ন কমিটির মাধ্যমে বীর নিবাস নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ‘বীর নিবাস’ নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে এই কমিটিতে রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদেরকেও। সেই সাথে নিয়মিত তদারকি করেছেন জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক।

জলঢাকার কৈমারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন,‘ কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধু কন্যা আমাদের জন্য বীর নিবার্স নির্মাণ করে দিয়েছে এর থেকে সুখের আর কি হতে পারে।

একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শ্রী রঙ্গলাল মোহন্ত বলেন, ‘চুল, দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে। ভেবেছিলাম যে কয়েকদিন আর বেচে আছি ঝুপড়ি ঘরে কাটাতে হবে। কিন্তু স্বপ্নেও ভাবিই নি শেষ বয়সে এসে পাকা ঘরে থাকতে পারবো। আমাদের মত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য একটি করে ঘর বড়ই প্রয়োজন ছিল। সেটিও দিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
মীরগঞ্জ ইউনিয়নের মৃত বীরমুক্তিযোদ্ধা তছলিম উদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম বলেন,‘স্বামী মারা গেছে অনেকদিন। সন্তান নিয়ে ভাঙ্গা ঘরে দিন কাটছিল। কিন্তু ভাবিনি স্বামীর মৃত্যুর পরও ভাঙ্গা ঘর ছেড়ে পাকা ঘরে থাকতে পারবো। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

জলঢাকা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ১২টি ‘বীর নিবাস’। একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ১টি বাথরুম রয়েছে। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও  রাখা হয়েছে। প্রতিটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক বলেন,‘ বীর নিবাস নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিতে আমরা ছিলাম বদ্ধ পরিকর । নিয়মিত তদারকির মাধ্যমে এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের শিডিউল অনুযায়ী মানসম্মত উপকরণ দিয়ে প্রতিটি বীর নিবাস তৈরি করা হয়েছে। নির্মাণ কাজে সন্তুষ্ট বীর মুক্তিযোদ্ধারাও।

‘বীর নিবাস’ পেয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নত হবে বলে জানিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, ‘জীবন বাজি রেখে যুদ্ধে যাওয়া বীর যোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর পেয়ে তাদের জীবনমান বদলে যাবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com