মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় চুরি যাওয়ার ছয় ঘন্টার মধ্যে তাহামিনা বেগম নামে এক বৃদ্ধার ৪০হাজার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম।
পুলিশ জানায়, জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই গ্রামের তাহামিনা বেগম তার টাকা চুরি যাওয়ার বিষয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় থানায় অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাত ৯টায় জলঢাকা সাব-রেজিষ্টার অফিস এলাকা থেকে মোঃ শফিকুল ইসলাম নামে একজন গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বৃদ্ধার চুরি যাওয়া ৪০হাজার টাকা উদ্ধার করা হয়।’
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, ওই বৃদ্ধার অভিযোগের সাথে সাথে তার টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। অভিযোগের ৬ঘন্টার মধ্যে টাকা সহ আসামীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত টাকা বৃদ্ধাকে হস্তান্তর করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।