সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
আব্দুল মোমিন- সদর(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মদলের সদস্যদের মাঝে ক্ষুদ্রঋন বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬শে সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ৯ টায় নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারী এর আওতায় কর্মদলের সদস্যদের মাঝে “ঋণ গ্রহনের পূর্বে আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋনের ভূমিকা শীর্ষক” ০২ (দুই) দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৬ ও ২৭ সেপ্টেম্বর ৩০ জন করে ০২ টি ব্যাচে প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত হয় মোঃ নাজমুল হুদা পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর। হরিশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, সমাজসেবা অধিদফতর, ঢাকা। উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন এবং উক্ত প্রশিক্ষণটি হৃদয় হোসেন, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, নীলফামারীর এর সঞ্চালনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ শহর সমাজসেবার কর্মদলের সদস্যদের মাঝে ঋণ গ্রহনের পূর্বে আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋনের বিভিন্ন পরামর্শ প্রদান করে। উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে ৫৩ জন ঋণ গৃহীতার মাঝে ১৯,৫০,০০০/ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।