বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার সমাপনী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তারাগঞ্জে শীতবস্ত্র বিতরণ কালের কণ্ঠের দেশ সেরা কর্মী শিল্পীকে সম্মাননা প্রদান রাণীশংকৈলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ফুলবাড়ীর রেলক্রসিং অরক্ষিত, বাড়ছে দূর্ঘটনা টিনের ঘরেই ক্লাস করেন ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা তারাগঞ্জে তারুণ্যের উৎসব ও দিনব্যাপী মেলা উদযাপন ধুনটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা অর্থ আত্মসাতের অভিযোগ জলঢাকায় খুটামারা মডেল ইউনিয়ন পরিষদে উঁচু নিচু বেঞ্চ বিতরণ র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার মসজিদে হামলাকারিদের গ্রেফতার দাবীতে ধুনটে সংবাদ সম্মেলন রংপুরে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশনের গণসংযোগ র‍্যাবের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার চাকরি আছে বেতন নাই, এমন সাংবাদিকতার দরকার নাই! রাণীশংকৈলে পৌর কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত জলঢাকায় প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত পীরগঞ্জে কালের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

নীলফামারীতে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক উৎসব- সম্মাননা পেলেন ৪৫ গুণীব্যক্তি

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে নীলফামারী শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নীলফামারীর তৃতীয় সাংস্কৃতিক উৎসব। এ উৎসবকে ঘিরে বর্ণিল সাজে নানা আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বর্ণিল আয়োজন মনে করিয়ে দিচ্ছে বাঙালির লোকজ ইতিহাস আর ঐতিহ্য।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে এই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বিশাল আনন্দ শোভাযাত্রার পরেই বেলুন উড়িয়ে শিল্পকলা একাডেমি চত্বরে উদ্ধোধন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই উৎসব। উদ্ধোধন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিল্পীরা। এ সময় নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন আশার উৎপত্তি থেকে রঙ্গের মেলায় মেতে উঠে জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীর প্রাঙ্গণ।

উদ্ধোধনী অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার তাহমিন হক ববীসহ ৪৫ জনগুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪-২০২২ প্রদান করা হয়।

প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে। জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর প্রতিজনকে একটি করে সনদ, ক্রেষ্ট ও চেকের মাধ্যমে দশ হাজার টাকা করে প্রদান করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

জেলা কালচারাল অফিসার কে, এম আরিফউজ্জামান জানান, সপ্তাহব্যাপী উৎসবে রয়েছে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতি অনুষ্ঠান, নৃত্যবিষয়ক সেমিনার ও স্মৃতিচারন, নৃত্য উৎসব, যন্ত্র সঙ্গীত বিষয়ক সেমিনার ও উৎসব, ভাওয়াইয়া সেমিনার ও উৎসব, লোক ও বাউল সেমিনার ও উৎসব, নাট্য উৎসব, কবিতা উৎসব এবং শাস্ত্রীয় সঙ্গীত উৎসব এবং জেলার ঐতিহ্যবাহী ভিডিও চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের সাংস্কৃতিক উৎসব। এসব সাংস্কৃতিক কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন জেলার ৬ উপজেলার শিল্পী ও সংগঠন।

তিনি আরও জানান, যে ৪৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে তারা সঙ্গীত, চারুকলা, নাট্যকলা, যাত্রাশিল্প,লোকসংস্কৃতি,ফটোগ্রাফি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক, যন্ত্রসঙ্গীত ও আবৃত্তিতে বিশেষ অবদান রেখেছেন এ জেলায়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com