শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ধুনটে কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার নড়াইলে দুই ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪ ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১ চলমান মামলা সত্বেও মাছ লুট- সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি পীরগাছায় প্রভাব বিস্তার করে মসজিদে তালা বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেরানী থেকে রাতারাতি প্রধান শিক্ষক, অবশেষে সাময়িক বরখাস্থ রংপুরে হামলার শিকার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩ ফুলবাড়ীতে জমিজমার বিরোধে কলাবাগান কাটলেন প্রতিপক্ষরা দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট মাথা চাড়া দিবে

পাবনায় পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে ৮ নৌকা সহ ২৪ জেলে আটক

মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক এবং ৮টি নৌকা সহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নাজিরগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁর ছেলে তোরাব আলী খাঁ(৫৫), মৃতঃ আলেক খার ছেলে আল আমিন(২২), আবু বক্কর শেখের ছেলের আসাদ শেখ(২৮), আবুল শেখের ছেলে বাবু শেখ(৩৮), মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা(৩০) ও হৃদয় হোসেন(১৬), মৃত তফিজ উদ্দিনের ছেলের বাবু শেখ(৩০), রাজবাড়ীর পাংশা শামিলপুর গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে আলিম শেখ(৩৮), একই এলাকার মৃত শাহিনুদ্দিনের ছেলে নায়েব আলী শেখ(৫৫), মৃতঃ রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস(৬০), বালাজ উদ্দিন প্রামাণিকের বাবুল হোসেন(১৭), পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মোজাহার মন্ডল এর ছেলে মিরাজ মন্ডল(৩৫), মিরপুর এলাকার মৃত মুসলিম মন্ডলের ছেলে তমসের মন্ডল(৩৮), ঢালারচর এলাকার আজিদ সরদারের ছেলে আবেদ আলী সরদার(৩০), নেপাল মন্ডলের ছেলে কুরবান মন্ডল(৪০), রাজবাড়ী সদরের সুকদেবপুর মৃত জামিল মণ্ডলের তাজুল মন্ডল(৫০), বারাইপুরী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ মন্ডল(২২), সুজানগরের ৪৩চর এলাকার ইসমাইল শেখের ছেলে আব্দুর রহমান শেখ(৩৫), রাজবাড়ীর কালুখালী থানার হরিন বাড়িয়া চর এলাকার বক্কর শেখের ছেলে আফাজ শেখ(২০), পাবনার আমিনপুরের চর কুছলা ডাঙ্গি এলাকার শহিদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির(৩৩), একই এলাকার জামাল মন্ডল এর ছেলে মুন্নাফ মন্ডল(৩৫), রমজান ফকিরের ছেলে মনির হোসেন(২৮), আবু তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল(৩২), কালিকাপুর এলাকার মৃত জামাল শেখের ছেলে আছের উদ্দিন।

নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইদুর রহমান বলেন, রাজশাহী নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে রাতভর সুজানগর উপজেলার রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে মা ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com