সোমবার, ১৪ Jul ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চা- চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের স্কাই ভিউ রেস্টুরেন্টে চা- চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেড, ঢাকা সাবেক সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা বিলকিস আরা বেগম র্যাব-১৩, সিপিসি-২ এর সিনিয়র এ.এস.পি সালমান নুর আলম, নীলফামারী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সহকারী অধ্যাপক নুরুল করিম, মোঃ আব্দুর রাজ্জাক, নীলফামারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরী দুলাল, পলাশবাড়ী কলেজের শিক্ষক জাফর সাদেক তুহিন, এন এস আই নীলফামারীর সহকারী পরিচালক শামীম আজাদ সহ আরও অনেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চারন মুলক বক্তব্য রাখেন। এই সংগঠনের মাধ্যমে সামাজিক মুলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।