বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
আলমগীর ইসলাম- (ডিমলা)নীলফামারী প্রতিনিধিঃ
“জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা” এই প্রতিপাদ্য নিয়ে, বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ডিমলা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হামিদার রহমান এর সভাপতিত্বে ও উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমিনুর রহমান দুলালের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব, ডিমলা উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানার্থে দাঁড়িয়ে ১ মিঃ নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ এইচ এম ফিরোজ সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ডিমলা রিপোটার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভূট্রু, প্রেসক্লাব ডিমলার সভাপতি সরোয়ার জাহান সোহাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, ডিমলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নুরনবী ইসলাম মানিকসহ বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন ও দপ্তর সম্পাদক আলমগীর ইসলাম।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার অনুমোদিত দেশব্যাপী সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২)। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিকদের জাগ্রতকরণ এর মূল লক্ষ্য।