বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জে) আসনে বে-সরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম। তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
আজ (৭ জানুয়ারী)-২৪ইং সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুই উপজেলার ভোট গণনায় কাঁচি প্রতীকের সিদ্দিকুল আলম মোট ভোট পেয়েছেন ৬৯৯১৪।
বিজয়ী প্রার্থীর নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৩০১। এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল লাঙ্গল প্রতীকে ৪১৩১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থান।
ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সিদ্দিকুল আলম সিদ্দিককে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, সংসদীয় নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলায় মোট ভোটার ৪ লক্ষ ২৬ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ২’শত ৪৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১’শত। এছাড়াও এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
এবং কিশোরগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ৭’শত ৩৯ । এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬’শত ও মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৫ হাজার ১’শত ৩৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।