শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘি ইউনিয়নের মালঞ্চ গ্রামের সোহানুর রহমান সোহানের প্রায় সাত বিঘা জমির ধান বিষ প্রয়োগ করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সরলর রহমান সোহান থানা একটি এজাহার দায়ের করেছেন। একই এলাকার আবু বক্কর সিদ্দিক এর ছেলে মিজানুর রহমান, মেজবাউল রহমান, সাজ্জাদ, সাজ্জাদ এর ছেলে রিফাত হোসেন এমন ঘটনা ঘটিয়েছেন।
সোহানুর রহমান বলেন, পূর্ব শত্রু তার যে ধরে উল্লিখিত আসামিগণ গত ২৭ অক্টোবর রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটের দিকে আমার জমিতে রূপান্তিত আমন ধানে কীটনাশক স্প্রেকরে আসার সময় কয়েকজন লোক তাদেরকে দেখে, গত ২৮ তারিখ সকাল বেলা আসামিগণ এলাকার লোকজনের কাছে বলিতে থাকে পূর্বের ন্যায় আবারও বিশেষ করে আমরা সোহানুর রহমানের ধান ক্ষেত নষ্ট করিয়া দিব, এ বিষয়ে যদি কেউ বাড়াবাড়ী করে তাহলে তাহাদেরকে মেরে ফেলে লাশ গুম করে দিব বলে হুমকি প্রদান করেন।
সোহানুর রহমান আরো জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ক্ষমতার জোরে তারা আমার জমি জমা দখলের চেষ্টা করে, একটি জাল দলিল তৈরি করে যেই জাল দলিলটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। জাল দলিল তৈরির দায়ে আসামি মিজানুর রহমান ইতি পূর্বে জেল হাজতে ছিল। ইতিপূর্বে তারা আমার অনেক ক্ষতি সাধন করেছে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।