মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন কৃষক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে মোহনপুর বাজারে কৃষক দলের দলীয় কার্যালয়ে।
চিকাশী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রতন ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ।
কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম ভূঁইয়া, এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলহাজ্ব মোহাব্বত আলী, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ফরহাদ রেজা।