মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আবুল হাসান এর অবসর গ্রহনোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। গতকাল রবিবার দুপুর ১২টায় শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত (৩০ নভেম্বর) খন্দকার আবুল হাসান অবসর গ্রহণ করেন।
এ উপলক্ষে রবিবার (৭ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম, অনুষ্ঠানের সভাপত্বিব করেন, মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ও সভাপতি শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামেদুল ইসলাম, শিক্ষক আহম্মেদ কবির রাসেল, ফয়জার রহমান, সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীন।
সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত চন্দ্র রায়, সহকারী শিক্ষক সিথী রায়। এ সময় ফুলবাড়ী উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষ শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।