বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে রংপুর-জলঢাকা মহাড়কের বড়ভিটা এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ীর ধাক্কায় নাজিমুল ইসলাম(২৭) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ২০২৪ইং সকাল ৯ টার দিকে উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
নিহত যুবক উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ৯ টার দিকে নাজমুল তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পেট্রোল পাম্পে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে আসা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়ী তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক গাড়ী থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে উভয় পক্ষ মিমাংসা করেন এবং নিহতের পরিবার মরদেহ নিয়ে গেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। ওনারা লাশ নিয়ে গেছে দাফনকাজ সম্পন্ন করার জন্য।