রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
উচ্ছেদিত স্বপ্নের কঙ্কাল
রত্না চৌধুরী
উচ্ছেদিত আবাসের আঙ্গিনায়
অপার মমতায় কি খুঁজে চলেছো?
হঠাৎ পড়ে যাওয়া হলদে টিপটা!
লাল-নীল স্বপ্নের নুড়ি পাথর!
নাকি গত শীতের ক্ষুধার্ত সময়কে?
গতরাতে তোমার সমস্ত
অতীত-বর্তমান-ভবিষ্যতের
হাড়হীম করা জঠরস্থ স্বপ্নকে,
নিষ্ঠুর পেশাদারিত্বে খুন করেছে
পরিকল্পিত নকশায় ফেলে।
মিছে কেন দাঁড়িয়ে আছো?
দগ্ধ কালো উলঙ্গ
আঙ্গিনায় দৃষ্টি মেলে!
আর একটি বার দৃষ্টিতে-মনে
এঁকে নিতে স্বপ্নের কঙ্কালকে?
পাবেনা শত খোঁজেও,কারন
তোমার সর্বমেয় কঙ্কাল এখন
করাপ্টেড সিন্ডিকেটের খপ্পরে।