রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে দখল হওয়া কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতক জমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টার সময় সহকারী কমিশনার মঈন খান এলিসের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সম্পত্তির বাজার মূল প্রায় সাড়ে তিন কোটি টাকা।
জানা গেছে, কয়েক বছর পূর্বে কুষ্ঠরোগের খুব আবির্ভাব ছিল। তখন কিশোরগঞ্জ থানা মোড়ে সরকার একটি কুষ্ঠ হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। উন্নত চিকিৎসা বিজ্ঞানের ফলে ধীরে ধীরে কমে যায় কুষ্ঠ রোগের প্রকোপ। এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায় হাসপাতালটি। হাসপাতাল বন্ধের সুযোগ নিয়ে কিছু অসাধু লোক সেখানে বাড়ীসহ গড়ে তোলেন দোকানপাট।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডা. আল মামুন জানান, প্রায় ১৫ বছর আগে কিশোরগঞ্জ স্বাস্থ্য় ̄কমপ্লেক্স বাদী হয়ে জমিটি উদ্ধারের জন্য নীলফামারী কোর্টে একটি মামলা দায়ের করে। মামলা চলমান অবস্থায় চলতি বছরের অক্টোবর মাসে কোর্টের রায় পায় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি আরও বলেন।
সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, বেদখল হওয়া জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিলো। কোর্টের রায়ের প্রেক্ষিতে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।