শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সংখ্যাগরিষ্ঠ প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবারের গ্রাম ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবারটি পৈত্রিক ভিটায় ফিরে আসার জন্য থানায় লিখিত অভিযোগসহ জনপ্রতিনিধিদের কাছে আকুতি জানিয়েছেন।
অভিযোগে জানা যায়- উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাখুলি ডাঙ্গা পাড়া গ্রামের মৃত্যু নিজাম উদ্দিন এর ছেলে ইছাহাক আলী কাল্টু(৬৫) সাথে প্রভাবশালী প্রতিবেশী ব্যক্তিদ্বয়ের মাঝে জমিজমা নিয়ে বিরোধ বাঁধে। আদালত কতৃক ইছাহাক আলী কাল্টু তার জমি রায় পান। এরই জের ধরে সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশীরা তার উপর চড়াও হয়ে বাড়িঘর ভাংচুর লুট-পাট, জমি দখলসহ পরিবারের মহিলাদের সম্ভ্রমহানি ঘটায়।
এ ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে নিজ গ্রামের পৈতৃকভিটা ছেড়ে নীলফামারীর সদর ইউপির কচুকাটা হঠাৎ পাড়ায় খাস জমিতে স্ত্রী-সন্তানাদিসহ উদ্বাস্তু জীবন যাপন করছেন।দুই বছর পেরিয়ে গেলেও প্রতিপক্ষের ভয়ে এখনও ওই পৈতৃক ভিটায় বসবাস করতে পারছেন না বলে ভুক্তভোগী কাল্টু জানান।
তিনি অভিযোগ আরও জানান- গত ০৯/০২/২০২২ইং তারিখে বিবাদীগণের নিকট লুটপাট হয়ে যাওয়া মালামালসহ জমি ফেরত চাইলে বিবাদীগণ একজোট হইয়া তাকে জবাই করার উদ্দ্যত হয়।এতে নিরুপায় হয়ে নিজ পৈত্রিক ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শরীফ জানান- অভিযোগ মোতাবেক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।