বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ি উপজেলা সংলগ্ন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের খিয়ার মির্জাপুর জামে মসজিদের নতুন কমিটি গঠন। শুক্রবার (২০ জুন) ফুলবাড়ি উপজেলা সংলগ্ন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের খিয়ার মির্জাপুর জামে মসজিদে নামাজের পর ৫২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন হয়।
নতুন কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারন সম্পাদক মোঃ আরিফিন চৌধুরী তুষার, সহঃ সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সহঃ সাধারন সম্পাদক মোঃ পিনু মন্ডল, কোষাধক্ষ্য মোঃ রুহুল আমিন, সহঃ কোষাধক্ষ্য মোঃ মানিক রহমান। খিয়ার মির্জাপুর জামে মসজিদের সকল মুসল্লি ও গ্রামবাসীদের এবং মসজিদের পূর্বের কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
উল্লেখ্য যে পূর্বের কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী সহঃ সভাপতি মোঃ মোতাহর হোসেন, ও সাধারন সম্পাদক আতিয়ার মন্ডল পদত্যাগ করায় নতুন কমিটি গঠন হয়। খিয়ার মির্জাপুর জামে মসজিদটি প্রায় ৭০ বছর আগে নির্মিত হয়। পূর্বের কমিটি মসজিদটি পরিচালনা করা অবস্থায় মসজিদটির উন্নয়ন না হওয়ায় মসজিদ এর মুসল্লিরা ও গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে নতুন কমিটি গঠন করেন। এজন্য গ্রামবাসীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।