রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মেয়র নাসিব সাদিক হোসেন নোভা আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহন করেছেন।
এ উপলক্ষে পৌর কর্তৃপক্ষের সার্বিক আয়োজনে বৃহস্পতিবার ২৩শে মে বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে দোয়া পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবু রঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সাবেক কাস্টমস কর্মকর্তা আদুস সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, পৌর ইঞ্জিনিয়ার পল্লোভ রায়, ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, হাফিজুল ইসলাম, আবুল কালাম বাশার মিন্টু, হাবিবুর রহমান মন্টু, আব্দুল মান্নান, নুরআলম, মতলুবর রহমান মতলু, সংরক্ষিত কাউন্সিল শাপলা আক্তার ও সামসুন্নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পৌর কর্তৃক তাদের নতুন মেয়রকে ফুলের তোরা দিয়ে সংবর্ধান জানান ও ক্রেস্ট প্রদান করেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সঞ্চালনায় পৌর মেয়রের নতুন দ্বায়িত্ব গ্রহন এবং ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব অর্পন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সূধী সমাজের ব্যক্তিবর্গ সহ পৌরসভায় নিয়জিত বিভিন্ন পদায়নের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে থানা মসজিদের ঈমাম মৌলভী নুরুল্লাহ্ ইসলাম শান্তি কামনায় মোনাজাত করান। অনুষ্ঠানপর্ব শেষে পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র দেখভাল সহ সাক্ষর করেন মেয়র নাসিব সাদিক হোসেন নোভা।