শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়েছে ২৩শে মে সোমবার বিকেলে ঢেপীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা ছাত্র সমাজের আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে।
সভায় উপজেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভা শেষে জয়দেব রায় কে সভাপতি ও নিতাই রায় কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বামুনিয়া ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়।
সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নাজিমুদ্দিন প্রামানিক লায়ন।