বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
হাসানুর কাবির মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৭ই অক্টোবর জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা করেছে জলঢাকা উপজেলা জাতীয় পার্টি। উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে ১লা অক্টোবর রবিবার বিকালে জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন “রাজ্জাকের মিল চাতালে” এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক তহমিদার রহমান মিলনের সঞ্চালনায় প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জনাব মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) এমপি।
প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব, সাইদার রহমান বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি আব্দুল্লাহ সোহেল বাকী, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জলঢাকা প্রেসক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স।
এ সময় বক্তব্য রাখেন, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, কৈমারী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রেজাউল করিম বাবু, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান বাবলু, জাকির হোসেন হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আসাদুজ্জামান আজাদ, তহিদুল ইসলাম, খন্দকার জিনাত রায়হান, জাহাঙ্গীর আলম, মীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রেজাউল করিম মাকুপ্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে-১৪ নীলফামারী-৩ সংসদীয় আসন জলঢাকা থেকে আবারো আমি নির্বাচন করবো ইনশা-আল্লাহ আপনারা আমাকে ইতিপূর্বে স্বতঃস্ফর্ত ভাবে সার্বিক সহযোগিতা করেছেন। এবারেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সময় তিনি আস্বস্ত করে বলেন, ভুলত্রুটির উর্ধে মানুষ নয়। আমিও তার ব্যতিক্রম কিছু নই। আপনাদের ভোটে আবার নির্বাচিত হলে জলঢাকাকে আমুল পরিবর্তন করবো এবং অসমাপ্ত কর্মপরিকল্পনাগুলো সম্পুর্ন করার চেষ্টা করবো ইনশা-আল্লাহ্।