মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীতে খাঁ-পাড়া জামে মসজিদের মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সমাজ সেবক মোঃ হাতেম খান মাষ্টার। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মসজিদের দ্বিতীয় তলায় প্রায় ৩ শত মুসল্লীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ মোঃ আলেক, খাঁ পাড়া মসজিদের মোতোয়ালি মোঃ ইউসুফ খান মাষ্টার, মসজিদের কমিটির সভাপতি মোঃ তাহের খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব খান, সমাজ সেবক মো হাতেম খান মাষ্টার, আব্দুল খালেদ, মোঃ জসিম খান মাষ্টার, এডভোকেট হাবিব খান, বাদল খান, রফিক খান প্রমুখ। দোয়া মাহফিলে কবর বাসীদের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে ইমাম ও খতিব।