বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণ করেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পুর।
গতকাল শুক্রবার দুপুরে চেরাগ আলী তার নিজ বাসভবনে এসব বিতরণ করা হয়।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- পাঙ্গন সরকার, মহিবুল্লাহ সরকার, গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাইজুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো সুমন, সেচ্ছাসেবক দলের নেতা রাতুল ভূইয়া, দিব সরকার প্রমুখ।
এ সময় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
এ সময় প্রায় ১০০০ হাজার পরিবারের মাঝে এসব শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।