বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ ফয়সাল শেখ।
গতকাল সোমবার ১৩ই জুন ২০২২ইং দিবাগত-রাত ১০টা ৩৫ ঘটিকায় রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান- একজন মাদক কারবারি শনির আখড়া এলাকার কলিকাতা হারবাল দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ ফয়সালকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন- গ্রেফতারকৃত ফয়সাল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ১৩ই জুন ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে