সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত আসামীদের নাম- মিঠুন হোসেন, আবুল হাশেম ও মোঃ আক্তার হোসেন।
গতকাল সোমবার ২৮শে মার্চ ২০২২ইং তারিখ দিবাগত-রাত রাত ৯ঃ০০ ঘটিকায় মোহাম্মদপুর বেড়ীবাঁধ চৌরাস্তা মোড় থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা ক্যান্টনমেন্ট জোনাল টিম।
গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হক গণমাধ্যম কর্মীদের জানান- মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে মোহাম্মদপুর বছিলার দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়ীবাঁধ চৌরাস্তা মোড় মেসার্স দেওয়ান পাইপ দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। পিকআপটি উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় মিঠুন, হাশেম ও আক্তারকে পিকআপসহ গ্রেফতার করা হয়। ওই সময় পিকআপ কভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৬৫২৩) থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন- গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ২৯শে মার্চ ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।