বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাস চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ বিল্লাল হোসেন, মোছাঃ মাহমুদা আক্তার মিমি, মোঃ দেলোয়ার মোল্লা ও মোঃ এনামুল।
গতকাল শনিবার ২১শে মে ২০২২ইং রাত ৮ঃ২৫ টায় গোলাপ শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য শাহবাগ থানার গোলাপ শাহ মাজার এলাকায় এফ আর আপন এসি বাস কাউন্টারের পিছনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১২ কেজি গাঁজাসহ বিল্লাল, মাহমুদা, দেলোয়ার ও এনামুলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এই কর্মকর্তা। আজ রবিবার ২২শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।