সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ডিমলা গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ছোটখাতা গ্রামের পঞ্চনপাড়া দেলবর মিয়ার ছেলে সুজন মিয়া(৩২) ও চরপাড়া গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে রিদয় ইসলাম(২১)।
পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানে খালিশা চাপানী ইউনিয়নের পঞ্চনপাড়া নামক স্থানে মাদক ক্রয়-বিক্রয় বিক্রয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তথ্য নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, মাদক ক্রয় বিক্রয়ের সময় সুজনের কাছ থেকে ৪০০ গ্রাম ও রিদয়ের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। ডিমলা থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০৯/২০২৩।