");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-df80ip .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-df80ip .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-df80ip .gt_switcher .gt_current{display:none}.gt_container-df80ip .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-df80ip .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-df80ip .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-df80ip .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-df80ip .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-df80ip .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ৩ নং ওর্য়াডে কৃষক আব্দুর রাজ্জাকের ঘরে আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার ৬ই মে দুপুর আনুমানিক ৩ঃ৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাযায়।
জোড়াবাড়ী ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের, ফকির পাড়া গ্রামের এরাত আলীর ছেলে কৃষক আব্দুর রাজ্জাকের বাড়িতে আগুন লেগে, ১টি গোলাঘর, ধান, আলু, ২টি গরুসহ পুড়ে যায়।
আব্দুর রাজ্জাক জানান- আমার এই ঘরে বিদ্যুৎ এর কোন সংযোগ নাই আগুন লাগার অল্প সময়ের মধ্যেই এসব ক্ষয় খতি হয়েছে, হয়তো কেউ বা কাহারা শত্রুতাবশত কোন জ্বালানি তেল দিয়ে নিমেশে বাড়ির সব কিছু জ্বালিয়ে দেবার চেষ্টা করেছে। ঘটনা স্থলে ফায়ার সার্ভিস স্টেশন কে ফোন এর মাধ্যমে জানানো হলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনে।
কৃষক আব্দুর রাজ্জাক এর প্রায় ১০ মন ধান, ২০ মন আলু একটি ঘর পুড়ে যায় গরু দু’টি পুরে যাবার পরেও এখনো জীবিত আছে।