রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত পৌর জাতীয় আদিবাসীর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ মে) বুধবার বিকেলে ধুনট বাস স্ট্যান্ড এলাকায়।
ধুনট পৌর জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নিখিল চন্দ্র কর্নিদাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চপল মাহমুদ, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শ্রী স্বপন কর্ণিদাস ।বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজন কুমার রাজভর।
ধুনট পৌর জাতীয় আদিবাসীর সাধারণ সম্পাদক তাপসী রানী, আদিবাসী নেতা ভীম হাওলাদার, মন্টু হাওলাদার, জুরান রবিদাস ,পূর্ণিমা রানী রবিদাস, তাপসী রানী, বুদ্ধ চৌধুরী, দিপালী রানী, আদু্রী রাজভর, দুতিরাম চন্দ্র কর্নিদাস, রাজকুমার রবিদাস, রমেশ চন্দ্র, তরনী দাস সহ জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।