মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধি.
গাজীপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড.আবুল কালাম আজাদ।
রবিবার (১৫ ডিসেম্বর) ২০২৪ইং সকাল ১১টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, টঙ্গী সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম এমদাদুল হক, কমিশনার হিসেবে ছিলেন ড. বিমল মল্লিক ও শাম্মি আক্তার মিলি। টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সভাপতি হন কলেজর অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এবং সহ. সভাপতি প্রফেসর ফারজানা পারভীন।
এছাড়াও টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন। শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৮৭ জন, তার মধ্য থেকে ৮১ জন ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেন। ড. আবুল কালাম আজাদ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নবম বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন ৩৬ ভোট পান।
ডক্টর আবুল কালাম আজাদ বলেন, নবমবার টঙ্গী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক ৯ বার সরাসরি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্যিই ভাগ্য। এই বিজয় টংগী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। এই প্রতিষ্ঠানের সৌন্দর্য, উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরো সহায়ক হবে বলে মনে করি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হবে।
কথা হয় একাধিক বার নব-নির্বাচিত সফল সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম আজাদের সাথে তিনি জানান, টানা দীর্ঘ ৯ নবম বারের মতো সাধারণ সম্পাদকের পদে স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলাম। এতো সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও সকল ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী সরকারি কলেজের মান উন্নয়ন ও সকল শিক্ষক ও শিক্ষিকা সাথে সমন্বয়ে শিক্ষার্থীদের উন্নত মানের লেখা পড়া নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।