সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
নীলফামারীতে বিচার বিভাগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার (১৭ মার্চ) সকালে নীলফামারী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোছাঃ আরিফা ইয়াসমীন মুক্তার সভাপতিত্ব আলোচনা করেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহামুদ,যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সেলিম রেজা।এছাড়াও নীলফামারী জেলা আদালতের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ দেশমাতৃকার জন্য জীবন উৎস্বর্গকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এরআগে সকাল ৯ টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।