সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা ভাইস্ চেয়ারম্যান দীপক চক্রবর্তী, নারী ভাইস্ চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ প্রমুখ।
সভায় চুরি, মাদক, জুয়া নিরসনে বিভিন্ন বিষয়ে আলোকপাত হয়।
আসন্ন হিন্দু সম্প্রদায়ের পূজার সময় শান্তি, আনন্দের সাথে কাটে ও আইন শৃংখলা অবনতি না ঘটে সে দিকে সজাক দৃষ্টি রাখতে বলেন। আসন্ন শীতে চুড়ি বেরে বেরে যাওয়া ও তা রোধে গ্রামাঞ্চলে টহল জোরদার করণ এর উপর গুরুত্ব দেয়া হয়। এর আগে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।