রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৬ই এপ্রিল সকালে দিনটি উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার ইয়াসির আরেফীন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমিরুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এস এম শফিকুল আলম ডাবলু, জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত জেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।