");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--57crpi .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--57crpi .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--57crpi .gt_switcher .gt_current{display:none}.gt_container--57crpi .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--57crpi .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--57crpi .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--57crpi .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--57crpi .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--57crpi .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
করোনা মহামারির কারণে দুই বছর পর সারাদেশের মতো নীলফামারীতে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে দিনটি উপলক্ষে সবার মঙ্গল কামনায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কালেক্টরেট পাবলিক স্কুলে অবস্থিত পহেলা বৈশাখ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, নীলফামারী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন.এস.আই) এর উপ-পরিচালক খালিদ হাসান সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ।
বক্তারা বলেন- ‘বাঙালি আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতি মিশে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন উৎসব। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে একসঙ্গে অংশগ্রহণ করি। বাঙালি জাতিসত্বার সাথে পহেলা বৈশাখ মিশে আছে,বাঙালি জাতির একমাত্র অসম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ, বাঙালিয়ানাকে ধারণ করে সকলে একসাথে আমরা হয়ে কাজ করতে পারলে বাঙালি জাতি আরো এগিয়ে যাবে।
এসময় উপস্থত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, জেলা তাতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলেই। এরপর পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
এদিকে গত দুই বছর পর ঘরবন্দি জীবন থেতে বের হয়ে বাঙালিরা বিশেষভাবে উদযাপন করছে বৈশাখ। এই আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে, শিশুসহ সকল মানুষেরা মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।