বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলা শহরের প্রথম ও পূর্ণাঙ্গ আবাসিক স্কুল অ্যান্ড কলেজ হিসাবে মমতাজ মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) জেলা শহরের আনসার ভিডিপি কার্যালয় নিকটস্থ স্থানে নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ ওয়ালী-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওবায়দুল আনোয়ার, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, কালীতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধীর রায়।
এসময় বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি নীলফামারী জেলায় শিক্ষা ক্ষেত্রে এক নতুন মাত্রার সূচনা করতে যাচ্ছে। শিক্ষা হল সবার জন্য শান্তি, ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতার বিশ্ব অর্জনের একটি মাধ্যম। তাই শিক্ষা সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষা ছাড়া সুন্দর জীবন সম্ভব নয়। এটি মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়, তার দক্ষতার বিকাশ ঘটায় এবং তাকে পরিশ্রমী হতে সক্ষম করে। শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নে শিক্ষক ও অভিভাবক উভয়কেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।