মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলায় ২জন ও ডিমলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ই আগস্ট-২৩ইং) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। নীলফামারী সদরে গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার হাড়োয়া মিশন এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন(৩১) ও মোঃ ঝন্টু মিয়া(৩৩) এবং ডিমলায় গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মধ্য ছাতনাই ময়দানের ডাঙা গ্রামের মোঃ ফরজান হোসেনের ছেলে রঞ্জু সরকার(৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, উপজেলার বন্দরখরি বাড়ি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা রঞ্জু সরকারকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযান পরিচালনা করে খোকন ও মোঃ ঝন্টু মিয়ার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১২০০০ টাকা।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।