শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে অনুমোদিত বালাই নাশক ডিলারের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার শেষ রাতে উপজলার রনচন্ডি ইউপির অবিলের বাজারের মেসার্স নোবেল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আরিফুজ্জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড‘র ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস‘র একটি টিম এসে আগুন নিয়ন্ত্রেনে আনে। http://www.fireservice.gov.bd/অগ্নিকান্ডে দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ ৪০ হাজার টাকা পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর।
সরজমিনে শুক্রবার সকালে এলাকাবাসী জানায়- ফজরের নামাজ শেষে মুসল্লিগণ বাড়ি ফেরার পথে তার দোকানে আগুনের ধোঁয়া দেখতে পায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেনে আনেন।
আগুনে দোকানে গচ্ছিত ৪০ হাজার টাকাসহ বিভিন ধরনের কীটনাশক, http://bn.wikipedia.org/wiki/কীটনাশকহার্ডওয়্যারের মালামাল, প্লাষ্টিকের দরজা, রড, সিমেন্ট, তারকাটা, টিন এবং অনান্য দামি মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কমল চন্দ্র রায় অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় মুসলধারে বৃষ্টিপাত হওয়ায় পার্শ্ববর্তী দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। যথা সময়ে ফায়ার সার্ভিস না এলে ঘটত আরও বড় ধরণের অগ্নিকান্ড।