বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক (কাঁচি) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে ভোট গগনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে বিজয়ী হন সিদ্দিকুল আলম সিদ্দিক (কাঁচি) ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন ট্রাক পান ৪৫ হাজার ৩০১। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (লাঙল) পান ৪১ হাজার ৩১৩ ভোট।