সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে, নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজায় মণ্ডপে মণ্ডপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্থিক সহায়তা প্রদান ও কুশল বিনিময় এবং ভক্তবৃন্দ সাথে মত বিনিময় করেন।
শনিবার (২১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বিভিন্ন পূজা মণ্ডপে গুলোতে পরিদর্শন ও অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় ও সকল প্রকার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, সিনিয়র সহঃ সভাপতি অধ্যক্ষ এ.কে আজাদ, সহঃ সভাপতি মোকলেছুর রহমান সঞ্জু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জসিয়ার রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বাদশা সাবু সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক বৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।